কাকে মেরে ধরে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে এরা?
কাকে মেরে ধরে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করছে এরা? একজন মুসলিম কে যে কিনা এই ভারত বাসি. ছি ছি কোথায় দাঁড়িয়েছি আমরা. এতো কাল মসজিদের আজানের ধ্বনি শুনে ভোর বেলা ঘুম থেকে উঠি. আর মন্দিরের শঙ্খধ্বনি তে সমগ্র ভারতের সন্ধ্যা নামে. সেই নিয়মের ব্যতিক্রম কোনো দিন হয়নি সেই নিয়ম ভেঙে ফেলতে এতটুকু লজ্জা হয়না আমাদের. যাকে মারধর করছি আজকে যদি তুমি বিপদে পড়ো সেই মুসলিম লোকটাই এসে দাঁড়াবে. রাজনীতির ফাঁদে পরে নিজের প্রতিবেশি কে মারছি. আমরা. স্বামীজীর অমোঘ বাণী হে ভারত ভুলিওনা ......... সকল ভারতবাসি তোমার ভাই. সেই কথাটাও ভুলে গেছি বোধহয় আমরা.\
By Anindita banerje
By Anindita banerje

No comments